অধিকাংশ মহিলাদের চুলপড়া সমস্যা সারা বছর লেগেই থাকে। মাথা ভর্তি কালো, লম্বা বেনি আর রেশমি কালো চুল এখন সহজে দেখতে পাওয়া যায় না। কালো চুলের জায়গায় শোভা পাচ্ছে বিভিন্ন রঙের চুল। আর এ কারণে নানা সমস্যাও তৈরি হচ্ছে। শুধু চুল রঙ করলেই কাজ শেষ হয়ে যায় না। এ রঙ ধরে রাখতে প্রয়োজন চুলের বিশেষ যত্ন। সারা দিনের ব্যস্ততায় শরীরের সাথে মাথার ত্বকও ঘামে ভিজে যায় এবং তাতে জমতে থাকে ময়লা। এতে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল উঠতে শুরু করে। চুল পড়া সমস্যা তাদের ক্ষেত্রে আরও বেশি যাদের চুল রঙ করা। তাই রঙ করা চুলের চাই নিয়মিত বাড়তি যত্ন।
যদি আপনি প্রথমবার চুলে রঙ করেন, তাহলে পেছনের দিকে ঘাড়ের অংশের কিছু চুল নিয়ে তাতে রঙ ব্যবহার করে দেখুন। চুলের গোড়ার দিকের অংশে সবচেয়ে তাড়াতাড়ি রঙ নষ্ট হয়ে যায়, তাই রঙের মধ্যে ডেভেলপার না মিশিয়ে বেশ খানিকটা গাঢ় রঙ লাগিয়ে নিন। রঙের মধ্যে খানিকটা গোল্ড এবং ইয়ালো এসেন্ট মিশিয়ে নিন। এতে চুলে হাইলাইটিং ইফেক্ট ভালো আসে। যদি আপনি রোজ বাইরে বের হন বা নিয়মিত সাঁতার কাটেন, তাহলে আপনার চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এর থেকে বাঁচতে চুলে কন্ডিশনার ব্যবহার করুন, যা সূর্যের তাপ আর পানি থেকে আপনার চুল রক্ষা করবে। কন্ডিশনার ব্যবহার করবেন শুধুমাত্র চুলে। চুলের গোড়ায় যাতে কন্ডিশনার না পৌছায় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। সাঁতার কাটলে যাদের চুলের রঙ ব্লান্ড বা ব্লু বেস, তাদের ক্ষেত্রে রঙ কিছুটা গ্রিনিশ হয়ে যায়। এছাড়া গোল্ড বেস ভায়োলেট লুক দেয়, যা দেখতে ভালো লাগে। নতুন করে রঙ করার আগে চুলে যে রঙ করা ছিল তা রিমুভার এর সাহায্যে তুলে ফেলুন। পাকা চুলের ক্ষেত্রে আপনি যেকোনো রঙ ব্যবহার করতে পারেন। চুল রঙ করার সময় খেয়াল রাখবেন চুল যাতে সম্পূর্ণ শুকনো থাকে, কারণ ভেজা চুলে রঙ আসতে দেরি হয়।
যদি আপনি প্রথমবার চুলে রঙ করেন, তাহলে পেছনের দিকে ঘাড়ের অংশের কিছু চুল নিয়ে তাতে রঙ ব্যবহার করে দেখুন। চুলের গোড়ার দিকের অংশে সবচেয়ে তাড়াতাড়ি রঙ নষ্ট হয়ে যায়, তাই রঙের মধ্যে ডেভেলপার না মিশিয়ে বেশ খানিকটা গাঢ় রঙ লাগিয়ে নিন। রঙের মধ্যে খানিকটা গোল্ড এবং ইয়ালো এসেন্ট মিশিয়ে নিন। এতে চুলে হাইলাইটিং ইফেক্ট ভালো আসে। যদি আপনি রোজ বাইরে বের হন বা নিয়মিত সাঁতার কাটেন, তাহলে আপনার চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এর থেকে বাঁচতে চুলে কন্ডিশনার ব্যবহার করুন, যা সূর্যের তাপ আর পানি থেকে আপনার চুল রক্ষা করবে। কন্ডিশনার ব্যবহার করবেন শুধুমাত্র চুলে। চুলের গোড়ায় যাতে কন্ডিশনার না পৌছায় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। সাঁতার কাটলে যাদের চুলের রঙ ব্লান্ড বা ব্লু বেস, তাদের ক্ষেত্রে রঙ কিছুটা গ্রিনিশ হয়ে যায়। এছাড়া গোল্ড বেস ভায়োলেট লুক দেয়, যা দেখতে ভালো লাগে। নতুন করে রঙ করার আগে চুলে যে রঙ করা ছিল তা রিমুভার এর সাহায্যে তুলে ফেলুন। পাকা চুলের ক্ষেত্রে আপনি যেকোনো রঙ ব্যবহার করতে পারেন। চুল রঙ করার সময় খেয়াল রাখবেন চুল যাতে সম্পূর্ণ শুকনো থাকে, কারণ ভেজা চুলে রঙ আসতে দেরি হয়।
0 comments:
Post a Comment